কোন এক আঁটেরশটির বাদাড়ে, সবুজ
বনে থোকা থোকা স্বপ্ন ঝুলতে দেখে
একপাল কাচ্চাবাচ্চা হৈহৈ করে
ঢুকে পড়ল সবুজ জমজমাট
আঁটেরশটির মহা অরৃণ্য।।
কারো হাতে বাঁশের কঞ্চি দিয়ে তৈরি তীরধনুক ,
কারো প্যান্টের দুপকেট ভর্তি
মাটির শক্ত গুলতি। কারো বা হাতে
তল্লা বাঁশের টোপা । কারো কাছে
পালিশ করা কাঠের তিরিক্ষি তলোয়ার।।
হৈহৈ রৈরৈ করে ছেলেরা পাড়তে লাগল
আঙ্গুরের মত থোকো থোকা স্বপ্ন।
তীর গুলতি টোপা তলোয়ারের
খটাখট শব্দ। শব্দ বেয়ে
ঊঠল নামল বুকের অগুন্তি ব্যথা।
বুকের অগুন্তি উল্লাস হাসি
রাগ দুঃখ।অভিলাষ।।
থোকা থোকা আঙ্গুরের মতো স্বপ্ন
টপাটপ টপাটপ পড়তে লাগল
গোখরা সাপের মহা অরণ্যে। অরণ্যে
ছড়িয়ে পড়ল আকুল করা একটা রমরমা
মিয্টি গন্ধ।।
যেন মিষ্টি গন্ধে
ছেলেছোকরার সেই দল হৈহৈ রৈরৈ করে
কি যেন এলোপাথাড়ি খুঁজতে লাগলো ।।।।।।
পুন-অনেক কষ্ট করে টাইপ করলাম।।ত্রুটি মার্জনীয়।।।।:)
ট্যাংরা চিংড়ি মৌরলা?
ReplyDeleteএটা আমার পড়া তোমার লেখা প্রথম বাংলা কবিতা
ভালো লাগছে তো লাগছেই
sei anonde ki mourala macchh khete shuru korli naki???aamakeo dis..baro bhalobashi...:)
ReplyDeleteহ্যাঁ, ব্রেন পরিস্কার হয়... মৌরলা মাছ অতি উপাদেয়, এমন কি সরপুঁটি-ও
ReplyDeleteহঠাত থেমে গেল -
ReplyDeleteকি যেন আরো শোনার বাকি থেকে গেল ...
তবে হয়েছে বেশ ভালো ..
যদিও নয় জমকালো :) :) ...