Thursday, January 13, 2011

ইতি সকাল...................................

দুরন্ত আশায় মাঝে মাঝে সকাল হয়........................
এখানে ওখানে খড়, কোয়েলের ধার, মাউন্টেন অফ দ্য মুন-
এভাবেই আচমকা ঝাঁপ দেয়
বুনো পায়রার মতো।।।

বাধা কেবল পারিবারিক চালচিত্রটা;
সে ভীষণ এক বাধা...
শুতে যাই ঘোর রাতে
তারা গুণে,
প্যাঁচার পালক আর রাতের গন্ধ্ মিশে যায়...............
তখনও সকাল আসে।।

আবার তখনও আসে
যখন
টিনের চালে বৃষ্টি
নিমেষে নিমেষে জন্ম্ দেয়
অগুন্তি সোনার পাথরবাটির...
(হায় রে পোড়াকপাল!!!);


তবে আর রহস্য কই?
না আছে।।
বেশিরভাগ সকালই আসে একটা প্রশ্ন নিয়ে...
"জলের কি কোনো রঙ আছে???"
নিশ্চিন্তে উত্তর দেব
এমন কপাল করে এলাম কবে!!!!!!

5 comments:

  1. didi... sotti ki sob tai kopaler dosh...???

    tomar ei lekha ta ..khuub khuuub bhalo laglo amar...

    ReplyDelete
  2. :)
    nischit uttor-er khNoje otibahito hoy jeebon, probol onischoyotaay...

    ReplyDelete
  3. satti e khub sundor!! ki koro tumi?

    ReplyDelete