Thursday, January 13, 2011

রাজাভাতখাওয়া ?????

ট্রেনে যেতে যেতে                     স্টেশন দেখেছি
নাম ছিল তার                     রাজাভাতখাওয়া;
ট্রেন ছুটে চলে                       মনে কথা দোলে  
কোন রাজা কবে                    খেয়েছিল ভাত
          কেমন সে ভাত খাওয়া???


...............................................



ট্রেন কবে যাবে                   সে নতুন দেশে
রাজা নেই                       সেই রাত্রির শেষে
প্রজা ভাত খায়                 মুকুট  মাথায়
সে নয়া কাহিনী                লেখে ইতিহাস
        রাজা ভাত খাওয়া শেষ???

7 comments:

  1. khub sundor...mojar...bhat khaoar bapare "amra sobai raja"!

    ReplyDelete
  2. হা হা হা হা ...
    ছোটবেলায় "ম্যাপ - গেম" খেলার সময় আলিপুরদুয়ারের ওই জায়গা'টা ম্যাপ'এ খুঁজে পেয়ে খুব হেসেছিলাম ...
    সত্যি অমোঘ প্রশ্ন সেদিনও মাথায় এসেছিল হয়ত:

    "
    কোন রাজা কবে খেয়েছিল ভাত
    কেমন সে ভাত খাওয়া??
    "

    ReplyDelete
  3. baah.. কোন রাজা কবে খেয়েছিল ভাত
    কেমন সে ভাত খাওয়া??... oshha,,,

    prothom rajabhat khawa shuni.. budhhadev guhar lekhai.. rajabhat khawa jaigata ghure elam ebochor dooars er jawar somoy..

    ReplyDelete